জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নওগাঁর পতœীতলায় র্যালী ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আমবাটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক
বিদ্যালয়ের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের
টিসিআরপি প্রকল্প এ আয়োজন করে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঁখি আক্তারের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ফরহাদ হোসেন, আবু মুসা
স্বপন, টিপু সুলতান, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিদি রাবেয়া খাতুন,
সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি সামেদুল ইসলাম, কারিতাসের টিসিআরপি প্রকল্পের
আঞ্চলিক এনিমেটর নীলা বিশ্বাস, ফিল্ড এনিমেটর সলোমন হাসদা প্রমূখ। এর আগে
আমবাটি বুদ্ধি প্রতিবন্ধীও অটিস্টিক বিদ্যালয় থেকে একটি র্যালী বের করা হয়।