
রনি রাজব ভোলা হাট চাপাইনবয়াবগঞ্জ
প্রতিভা ফুটবল টুর্নামেন্ট সভাপতি করেন জনাব মোঃ তাজিবুর রহমান টুর্নামেন্ট আয়োজন কমেটি ও চেয়ারম্যান আরপি এলিগেন্স
প্রধান অতিথি জনাব মারুফ আফজাল রাজন উপজেলা নির্বাহী অফিসার চাঁপাইনবাবগঞ্জ সদর চাঁপাইনবাবগঞ্জ বিশেষ অতিথি হিসাবে ছিলেন জনাব সুনাইমুন বিন জামান উপজেলা কৃষি অফিসার সদর চাঁপাইনবাবগঞ্জ জনাব মোঃ আনিসুর রহমান উপজেলা সমবায় অফিস চাঁপাইনবাবগঞ্জ জনাব মোঃ আতাউর রহমান উপজেলা ফুড অফিস চাঁপাইনবাবগঞ্জ জনাব মোঃ ইমরান আলী উপজেলা জাইকা অফিস চাঁপাইনবাবগঞ্জ জনাব মোঃ আব্দুল আলিম একাডেমি সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার চাঁপাইনবাবগঞ্জ
প্রধান আলোচক কাঞ্চন কুমার দাস বলেন মাদক ও ফোন আমাদের জন্য সব চাইতে ক্ষতি তাই আমাদের ইয়াং জেনারেশন তাদের এই ফুটবলা আয়োজন তিনি আরো বলেন এই মাঠ টি সংস্থার করবার প্রতিশ্রুতি দেন মাঠে যে পানির জুমে থাকেন সেটা কি ভাবে বাইর করা যায় সেটা অতি দ্রুত সংস্থার করা হবেন এবং মাঠ টি উঁচু নিচু জায়গা সমান করানো হবে তিনি আরো বলেন চরবাগডাঙ্গা মাঠ টিকে সরকারি ভাবে মাঠ নাম করোন করা হবে ১৫ দিনের মধ্যেই ইত্যাদি
উপজেলা কর্মকর্তা আরেক জন বলেন ইয়াং জেনারেশন প্রত্যেকের হাতে ফোন তার কারণে খেলাধুলা থেকে অনেকটাই দূরে আমাদের এই খেলা ধারাবাহিক ভাবে যদি এমন আয়োজন করা হয়তো মাদক ও ফোন থেকে বের হয়ে আসবেন
বক্তব্য রাখেন অনেকেই
প্রতিভা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জনাব আশরাফুল হক (মেজর) প্রধান শিক্ষক চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের জনাব মোঃ আবুল খাইয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত চরবাগডাঙ্গা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোঃ সালাউদ্দিন চেয়ারম্যান চাঁপাই অ্যাপোলো হাসপাতাল আরামবাগ চাঁপাইনবাবগঞ্জ জনাব মোঃ টিপু সুলতান ফাটাপাড়া চরবাগডাঙ্গা চাঁপাইনবাবগঞ্জ
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জনাব কাঞ্চন কুমার দাস উপজেলা সমাজসেবা অফিসার ও প্রশাসক চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদর চাঁপাইনবাবগঞ্জ
সঞ্চালনায় জনাব মোঃ মতিউর রহমান বশির সহকারী শিক্ষক চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের জনাব মোঃ রফিকুল ইসলাম ( ফটিক) জনাব ইউসুফ আলী মন্ডল আরো অন্যান্য ।
ফাইনাল চ্যাম্পিয়ন শাহাজাহানপুর ইউনিয়ন প্রতিভা ফুটবল টুর্নামেন্ট আয়োজন ১৬ টি দল অংশগ্রহণ করছেন চরবাগডাঙ্গা ফুটবল প্রেমী সকলের সহযোগিতায় আজকে উদ্বোধন করা হয়
চরবাগডাঙ্গা একজন দর্শক জানান প্রায় চরবাগডাঙ্গায় প্রত্যেক বছর এমন বড় বড় টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। তাহলে আমাদের ছোট শিশুদের এই মাদক ও ফোন থেকে বের হয়ে আসবেন ।
প্রতিভা ফুটবল টুর্নামেন্টের আয়োজক আব্দুল জলিল চরবাগডাঙ্গা ইউনিয়নের মানুষ খেলা ভক্ত আমরা এমন আয়োজন প্রতেক বছর করতে চাই তাকে সহায়তা ইয়াং জেনারেল এই সব চাইতে মারাত্মক ক্ষতি কারক মাদক থেকে বের হয়ে আশার জন্য এই আয়োজন করা হয় এখন বেশি ভাগ ইয়াং জেনারেল ছেলেরা ফোনে মধ্যেই আসক্ত মাদক ও ফোন থেকে বের হয়ে আশার জন্য আহ্বান করেছি আশা এমন টুর্নামেন্ট প্রতেক বছর উপহার দিতে চাই ।
চরবাগডাঙ্গা উদ্দেশ্যে বক্তব্য রাখেন সভাপতি মোঃ তাজিবুর রহমান তিনি বলেন চরবাগডাঙ্গা মানুষ অত্যন্ত খেলা ভক্ত এই খেলাটি আমরা সুস্থভাবে শেষ করেছি সকল দর্শন বিন্দু সহযোগিতায় ধন্যবাদ জানাই সকল দর্শন বিন্দু কে
সেক্রেটারী মজিবুর রহমান মুজিব বলেন তিন দিন ব্যাপী এই আয়োজন করা শান্ত সুষ্ঠুভাবে পরিচালনা করবার চেষ্টা করেছি চরবাগডাঙ্গা দর্শন দেন প্রতি আমার ভালো ও কৃতজ্ঞতা আমাদের সহযোগিতা করার জন্য ।