আল রোকন
রিপোর্টার কুমিল্লা
আজ ১১ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে চান্দিনায় বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। উক্ত বর্ণাঢ্য র্যালীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি ও যুগ্ম আহবায়ক আতিকুল আলম শাওন উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার মৎস্যজীবী দলের সদস্য সচিব ফজলুল সাত্তার ও চান্দিনা উপজেলার বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া খাতুন এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম।