আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ও একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে, আর সদর মডেল থানা পুলিশ উদ্ধার করেছে ট্রাকভর্তি ৪০ কেজি গাঁজা।
র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সোমবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর এলাকায় অভিযান চালায়।
ভিযান চলাকালে মোটর সাইকেলযোগে পালানোর চেষ্টা করলে মো. দুরুল হুদা (৫৩) নামে একজনকে আটক করা হয়। আটক দুরুল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়ন্দিপুর এলাকার মৃত এরফান আলীর ছেলে। পরে তার ব্যবহৃত মোটর সাইকেলের ব্যাগ তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং মোটর সাইকেল জব্দ করা হয়। আটক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই দিনে রাতে সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ করেছে। সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া মোড় এলাকায় ‘ঢাকা মেট্রো-ট-২০-৫২৪১’ নম্বরের একটি ট্রাক থেকে এ বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে একটি দল লালাপাড়া মোড়ে চেকপোস্ট বসায়। রাত ১০টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি থামার সংকেত দিলে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১০টি প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।