ইলিয়াছ আহমেদ নোয়াখালী
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কিল্লাবাজার তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমান মামুন দীর্ঘদিন যাবৎ রক্তে ইনফেকশন ফুসফুসে ইনফেকশন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি বেশ কয়েকদিন যাবৎ শারীরিক দুর্বল হয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতেই চিকিৎসাধীন আছেন এবং খুব দুর্বল অবস্থায় দিন কাটাচ্ছেন।
হাবিবুর রহমান মামুন দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষা ও ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি শুধু একজন রাজনৈতিক সংগঠকই নন, বরং একজন জনপ্রিয় শিক্ষক হিসেবেও পরিচিত। তার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী কোরআন শিক্ষা ও নৈতিকতাভিত্তিক জ্ঞান অর্জন করে আসছে।
এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
পরিবারের পক্ষ থেকে হাবিবুর রহমান মামুনের দ্রুত রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এই কামনা সবার।