
মোঃ আজমির হাসান
স্টার্ফ রিপোটার, চট্টগ্রাম
চট্টগ্রাম ১৩ নম্বর আসনে আলহাজ্ব সরোয়ার নিজাম এর মনোনয়ন বাতিলের দাবিতে স্থানীয় ভোটার, সমর্থক ও সাধারণ জনগণ সাদা কাপড় মাথায় বেঁধে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে। আজ বিকেলে অনুষ্ঠিত এই মিছিলে এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলকারীরা দীর্ঘ সারিবদ্ধভাবে ব্যানার–ফেস্টুন ও পোস্টার হাতে নিয়ে সরোয়ার নিজামের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিলের দাবি জানায়। সাদা কাপড় মাথায় বাঁধা ছিল তাদের প্রতিবাদের প্রতীক—যা দেখিয়ে তারা জানান, এই পদে ‘অযোগ্য ব্যক্তি’কে মনোনয়ন দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না।
প্রতিবাদে অংশ নেওয়া কয়েকজন মানুষ দাবি করেন, এলাকার উন্নয়ন, সুশাসন এবং যোগ্য নেতৃত্বের স্বার্থে সরোয়ার নিজামের মনোনয়ন দ্রুত বাতিল করা প্রয়োজন। তারা আরও বলেন, জনগণের দাবি সরকার ও নির্বাচন কমিশনকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।
মিছিলটি স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে ড্রোনে ভিডিও ধারণসহ কঠোর নজরদারির মধ্য দিয়ে পুরো কর্মসূচি সম্পন্ন হয়।
এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।