মোঃ ইমরান হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিদি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান সাকিব মাহমুদ রুমীসহ বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। এ হামলার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।
আহতদের দ্রুত সুস্থতার জন্য বাউফলের নাজিরপুরে স্থানীয় ছাত্র-সমাজের উদ্যোগে এক দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় আয়োজকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের উপর এ ধরণের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দোয়া মোনাজাতে উপস্থিত ছাত্ররা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও সহিংসতা মুক্ শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।