চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজার দক্ষিণ কলোনিতে মাদক ও জুয়াড়িদের একটি আড্ডায় অভিযান চালানো হয়েছে।
এই অভিযানটি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব ইউসুফ চৌধুরীর নির্দেশে,রাণীরহাট বাজার ব্যবসায়ী সভাপতি জনাব, মো. জাহেদুল আলম চৌধুরীর নেতৃত্বে, এই অভিযানে জুয়া খেলার সময় ইউনিয়ন, পরিষদের গ্রাম্য পুলিশ সহ ছিলেন আড্ডা থেকে চারজনের মধ্যে তিন জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে, আটক কিতোর নাম - মোঃ বদিউল আলম (৪৫) -রাংগুনিয়া - (চট্টগ্রাম)রিপোর্টার - ইমরান