
মোঃ আজমির হাসান
স্টার্ফ রিপোর্টের, চট্টগ্রাম।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ এই কর্মকর্তা এর আগে রাজবাড়ী এবং নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তিনি একটি জনবান্ধব, স্বচ্ছ, গতিশীল ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রামের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে জেলার সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন,“চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহায়তা চাই। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।”
চট্টগ্রামের উন্নয়নধারা অব্যাহত রাখতে এবং একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক প্রশাসন বিনির্মাণে নতুন জেলা প্রশাসক তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে চট্টগ্রাম জুড়ে আশা-প্রত্যাশা ও ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।