উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যেগে গ্রাম পুলিশের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রহনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া মিশন ভাটাপাড়ার মৃত শ্রী কাশিনাথ সিং এর ছেলে শ্রী সূর্য সিং, নওদা মিশন পশ্চিম পাড়ার কান্তা মুর্মর মেয়ে লক্ষী মুর্ম, বংমপুর হিন্দু পাড়ার শ্রী ভ্যাদলা সিং ছেলে শ্রী সুধির সিং ও জ্যাটভাঙ্গা খাড়ি পাড়ার মৃত শ্রী হরিয়ার ছেলে শ্রী অধির এই ৪জনের প্রত্যেকের বাসা থেকে দেশীয় চোলাই মদসহ মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সোহরাব জানান, দীর্ঘদিন যাবত এলাকায় মাদক দ্রব ক্রয়-বিক্রয় বেড়ে যাওয়ায় নিজ উদ্যেগে গ্রাম পুলিশ দিয়ে অভিযান পরিচালনা করে প্রায় ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছি।
এরা দীর্ঘদিন থেকে মদ তৈরী করে উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারি মদ বিক্রি করে আসছিল। আগামীতেই এই ধরনের অভিযান অব্যহত থাকবে। তবে কাউকে আটক করতে পারিনি।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঃ মনিরুজ্জামান সোহরাব সত্যি প্রশংসনীয় কাজ করেছে।
এই ভাবে মাদকের বিরুদ্ধে সকলে এগিয়ে আসলে আমরা অচিরেই মাদক নির্মুল করতে সক্ষম হবো। খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে ইউনিয়ন পরিষদ থেকে দেশীয় চোলাই মদসহ সকল সরঞ্জাম উদ্ধার করে নিয়ে এসেছি। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।