উওম কুমার গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মো. তাসকিন (১৩) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের তাহলেমুন কুরআন নূরানী মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মৃত তাসকিন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোমস্তাপুর বাজার পাড়ার মো. মিথনের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রি কলেজের পূর্ব পাশে ওই কলেজের পুকুর তাহলেমুন কুরআন নূরানী মাদ্রাসার কাছাকাছি হওয়ার সুবাদে মাদ্রাসা কর্তৃপক্ষ লিজ নিয়েছিলো।
সকাল আনুমানিক ১১টার দিকে মাদ্রাসার ৮/১০ ছাত্র মিলে ওই পুকুরে গোসল করতে নামে এবং মৃত তাসকিন সাঁতার না জানায় সে পুকুর পাড়ে বসে ছিলো।
সবার গোসল করা দেখে সে সবার অজান্তেই পুকুরে নেমে যাওয়ার কিছুক্ষন পর সে পানিতে তলিয়ে গেলে সে সময় আরেক ছাত্রকে ধরে টান দেয় এতে অন্যন্য ছাত্ররা টের পায় যে তাসকিন পানিতে ডুবে গেছে।
পরে মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।