বিএম.বাশার: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন। উপজেলার নবহুল এলাকায় মৌলিক অধিকার থেকে বঞ্চিত স্থানীয়রা। উপজেলা নামে থাকলেও কাজে পাচ্ছেনা সরকারি কোন সুযোগ-সুবিধা । গড়ে উঠেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন।
উপজেলাবাসী স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবীতে গত শুক্রবার ৩১ অক্টোবর রাজপথে দাঁড়িয়ে করেছে মানববন্ধন দেন আল্টিমেটাম। এরই ধারাবাহিকতায় সোমবার ৩ নভেম্বর দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক এর (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার এর উপ-পরিচালক (উপসচিব) নাজমুন আরা সুলতানা ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর কাছে স্মারকলিপি প্রদান করে স্থানীয়রা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, গুইমারা উপজেলার শিক্ষক ও সমাজসেবক (উদ্যোক্তা) মোঃ ইউচুপ,শিক্ষক বাবলু হোসেন,স্থানীয় প্রতিনিধি অংগ্য মগ,মাহবুব আলী, গুইমারা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল আলী, আবুল বাশার, সাইফুল ইসলাম,আলা উদ্দিন আরিফ,আরমান হোসেন,দিদারুল আলম বাবুল,জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সকলের প্রাণের দাবি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা একটি জনবহুল গুরুত্বপূর্ণ ও দুর্গম এলাকা। এ উপজেলার অধিকাংশ মানুষ পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন। দুঃখজনকভাবে এখানে কোনো পূর্ণাঙ্গ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স বা উন্নত চিকিৎসা কেন্দ্র না থাকায় সাধারণ জনগণকে প্রাথমিক চিকিৎসার জন্যও দূরবর্তী উপজেলা, জেলা সদর বা চট্টগ্রাম যেতে হয়।
যার ফলে অনেক রোগী সময়মতো চিকিৎসা না পেয়ে মারাত্মক ঝুঁকিতে পড়ে অনেকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ এবং দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। যা উপজেলাবাসীর উদ্বেগের। বিগত ২০১৫ সালের ৩০ নভেম্বর গুইমারা উপজেলা যাত্রা শুরু করলেও এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নেই। যার ফলে সেবা বঞ্চিত হচ্ছে গুইমারাবাসীরা। এরই মধ্যে এই উপজেলায় ঘটে গেছে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনাসহ দূর্ঘটনায় স্থানীয়দের মৃত্যুর ঘটনাও।
অন্যদিকে গুইমারা ও সিন্দুকছড়ি থাকা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নেই জনবল এবং ডাক্তার। এ উপজেলার ৫৫ হাজার জনগন স্থানীয় ঔষধ ব্যবসায়ীর কাছে চিকিৎসা নিচ্ছেন। এ সুযোগে ঔষধ বিক্রির লোভে অতিরিক্ত ঔষধ, এন্টিবায়োটিক, ভুল চিকিৎসায় অনেকের স্থায়ী অঙ্গহানি এমনি অনেকেই মৃত্যুবরণ করছেন। তাই এলাকার মানুষের মৌলিক চাহিদা- দীর্ঘদিনের দাবী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত স্থাপনের দাবী উপজেলাবাসীর।
অন্যদিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলাটি উন্নয়নশীল এলাকা। এই গুইমারা উপজেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, আবাসিক এলাকা ও বিভিন্ন দপ্তরের পরিধি ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই উপজেলায় নেই অগ্নি নির্বাপনের জন্য "ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স" স্টেশন।
যা স্থাপন না হওয়ায় গুইমারা উপজেলায় কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে অন্য উপজেলা বা জেলা সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে সহায়তা নিতে হয়। বড় ধরনের কয়েকটি অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়েছে গুইমারা উপজেলার অসংখ্য মানুষ। তাই দ্রুত “গুইমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও "ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স" স্টেশন স্থাপনের দাবী জানান গুইমারাবা।