জয় সরকার
গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় অবস্থিত “নাম্বার ওয়ান” নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে হঠাৎ করেই হোটেলের ভেতরে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করে হোটেলের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। এসময় স্থানীয়রা তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মামুন বলেন, “খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে হোটেলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি আরও জানান, আগুনের সূত্রপাতের কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিস্তারিত তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সঠিক কারণ জানা যাবে।
স্থানীয়রা জানান, হঠাৎ সকালে এমন দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।