মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার ৮নং বোয়ালী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অত্যন্ত উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত এই কাউন্সিলে ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই কাউন্সিলকে ঘিরে স্থানীয় রাজনীতিতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে এ্যাডভোকেট শরিফুল ইসলাম রুবেলকে সভাপতি, মোঃ সাহাদুল মিয়াকে সাধারণ সম্পাদক এবং আতিকুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নেতৃবৃন্দের নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।
নবনির্বাচিত সভাপতি এ্যাড. শরিফুল ইসলাম রুবেল বলেন, দলীয় ঐক্যই আমাদের মূল শক্তি। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সক্রিয় থাকবো।” তিনি আরও বলেন, “ইউনিয়ন বিএনপিকে সংগঠিত করতে আমরা মাঠপর্যায়ে কাজ করবো এবং বিএনপির আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দেবো।
সাধারণ সম্পাদক মোঃ সাহাদুল মিয়া বলেন, “এই দায়িত্ব আমাদের জন্য গর্বের, তবে চ্যালেঞ্জও অনেক। আমরা গণতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বলেন, “আগামী দিনে ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।
কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সদর উপজেলা বিএনপির প্রতিনিধি, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।
কাউন্সিল শেষে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।