মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুরের নাপিতের বাজারে সিঙ্গারার বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীর গুলিতে এক নারীসহ দুইজন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাপিতের বাজারের হোটেল ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের ছেলে অসীম প্রতিদিনের মতো দোকানে কাজ করছিলেন। এ সময় গোলাপ নামের এক ব্যক্তি হোটেলে নাস্তা করে টাকা না দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। অসীম আগের বাকি টাকাসহ বিল চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে গোলাপ কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে আসা সেলিনা বেগমকেও লক্ষ্য করে গুলি চালানো হয়।
গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে গোলাপ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অসীম ও সেলিনা বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান চালানো হলেও গোলাপকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
কে এই গোলাপ?
গোলাপ সাদুল্লাপুর উপজেলার ঈদুলপুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। বাবা-মা মারা যাওয়ার পর তিনি বেপরোয়া জীবনযাপন শুরু করেন। স্থানীয়দের দাবি, তিনি মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন এবং সবসময় অস্ত্র সঙ্গে রাখতেন। এলাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না।
এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত গোলাপকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।