মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর চকবরুল মিয়া পাড়ায় জাহান মিয়ার পুকুর থেকে তাহেরা বেগম (৩৫) নামের এক ভারসাম্যহীন প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তাহেরা বেগম পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকার মৃত তাজুল মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, তাহেরা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ভোরে কাউকে কিছু না জানিয়ে তিনি বাড়ি থেকে বের হন। ধারণা করা হচ্ছে, পথিমধ্যে হঠাৎ মৃগী রোগের উপসর্গ দেখা দিলে তিনি পাশের পুকুরে পড়ে গিয়ে মারা যান।
স্থানীয়রা জানান, এক অজ্ঞাত ভ্যানচালক পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে পথচারীদের বিষয়টি জানান। পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। পরে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।