
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের গানাসাস অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, শুভানুধ্যায়ী, অতিথি এবং আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাজাহান সিরাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজীবন সদস্য বাংলা একাডেমির কবি সাবেদ আল সাদ, মাসুম হাক্কানী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্ন সাধনা শুধু একটি সংগঠন নয়—এটি যুব সমাজকে সংস্কৃতি, শিক্ষা ও সমাজসেবায় সম্পৃক্ত করার এক উজ্জ্বল প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠার দশ বছরে সংগঠনটি নানা সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক চর্চা এবং মানবিক সেবামূলক উদ্যোগ গ্রহণ করে সুনাম অর্জন করেছে।
এরপর সংগঠনের পক্ষ থেকে কয়েকজনকে সংবর্ধনা প্রদান করে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি এবং নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন মাতিয়ে তোলে।
স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আগামী দিনে আরও ব্যাপকভাবে সমাজ উন্নয়নমূলক কাজ এবং সংস্কৃতি চর্চাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করে।