মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশনের সামনে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন গাইবান্ধা পৌরসভার গোডাউন রোড, কাঠপট্টি এলাকার বাসিন্দা বিকাশ বাঁসফোর (২০), পিতা মৃত কার্তিক বাঁসফোর এবং মো. আকাশ (২০), পিতা মো. হায়দার মিয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মোস্তফা জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি নম্বরবিহীন সিএনজিতে তল্লাশি চালানো হয়। পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পরিদর্শক মোস্তফা জামান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে গাইবান্ধা জেলায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক শুধু একজন নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”