মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধ
গাইবান্ধায় যুবলীগ নেতা কর্তৃক মসজিদ ভাঙচুরের অভিযোগে মুসল্লী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার নাকাইহাট–গাইবান্ধা সড়কের কনকরায় আহলে হাদীস জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, যুবলীগ নেতা ও মসজিদের সাবেক ক্যাশিয়ার মাসুম মিয়ার কাছে মসজিদের প্রায় ১৬ লাখ টাকা জমা ছিল। দীর্ঘদিন ধরে ওই টাকা ফেরত না দিয়ে তিনি তালবাহানা করে আসছিলেন। এ নিয়ে মসজিদ কমিটি ও মুসল্লীদের সঙ্গে তার বিরোধ চলছিল।
বক্তারা জানান, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক নিয়ে এসে মসজিদটি ভাঙচুর করেন মাসুম। তারা আরও অভিযোগ করেন, মসজিদ ভাঙচুরের সময় বাধা দিলে মাসুমের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মানববন্ধনে বক্তারা মসজিদের টাকা ফেরত, ক্ষতিপূরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে দ্রুত ভাঙচুরকারীদের গ্রেপ্তারের আহ্বান জানান তারা।