মোঃ আজমির হাসান
স্টার্ফ রিপোটার, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের কপালবেড়া বাজারে বৃহস্পতিবার রাতে বিএনপি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের মোট ১৬ জন আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কপালবেড়া গ্রামের রাঢ়ি ও খলিফা পরিবারের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এ ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির একটি মিছিল শেষ করে নেতাকর্মীরা ফিরে আসার সময় গণঅধিকার পরিষদের সমর্থকদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
বিএনপি উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহীন খন্দকার বলেন, “আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে ফিরছিলেন। এ সময় গণঅধিকার পরিষদের লোকজন আমাদের ওপর আকস্মিক হামলা চালায়।”
এই ঘটনায় বিএনপির কর্মী ইলিয়াস রাঢ়ি (৩৩), সবুজ রাঢ়ি (৩৫), নূরনবী রাঢ়ি (২৮), হাসান রাঢ়ি (৪৫), কুদ্দুস ব্যাপারী (২৪), ইয়াকুব রাঢ়ি (২২), ওমর রাঢ়ি (১৯), রাহান রাঢ়ি (১৮) ও সলেমান রাঢ়ি (২১) আহত হয়েছেন।
অন্যদিকে, গণঅধিকার পরিষদের আহতদের মধ্যে রয়েছেন আজমির খলিফা (১৯), মো. সোহেল খলিফা (৩৫), শাহাবুল খলিফা (৪৫), আমেনা বেগম (৩৫), নাঈম খলিফা (২৫) ও নবীন খলিফা (১৬)।
চরকাজল ইউনিয়ন যুব অধিকারের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল খলিফা বলেন, “আমরা সংগঠনের সভা শেষে ফিরছিলাম। তখন বিএনপি কর্মীরা ডেকে নিয়ে আমাদের ওপর হামলা চালায়, পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।”
গলাচিপা থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, কপালবেড়া বাজার এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।