
আল রোকন কুমিল্লা জেলা প্রতিনিধি।
বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশের সেবা করো। প্রকৃত লেখাপড়া শিখতে না পারলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না, তাই হাতের মোবাইল রেখে এবং প্রাইভেট বর্জন করে নিজে নিয়মিত পড়াশোনা কর। আমি এই স্কুলের ছাত্র ছিলাম আমি ছাত্র জীবনে ,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জীবনে, রাজনীতির জীবনে সর্বক্ষেত্রেই প্রথম ছিলাম কারন আমি অক্লান্ত পরিশ্রম করেছি। তিনি আরো বলেন গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার এ জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছিল। ২০২৫ সালে সুষ্ঠুভাবে এস সি পরীক্ষা সম্পন্ন হওয়ায় অনেকেই ফেল করেছে কিন্তু ফ্যাসিস্ট সরকারে আমলে ১০০ ভাগ পাস করিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশের সেবা কর দেশের দায়িত্ব নেও এ দোয়া রইল। তিনি আজ ১৯ই নভেম্বর সোমবার কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে ঐতিহ্যবাহী দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। স্কুলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,মোঃ নিজাম উদ্দিন সাবেক সচিব, স্থানীয় সরকার বিভাগ (পি ,আর, এল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ড. মোঃ নুরুল আমিন অধ্যাপক ফলিত ও রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি'র নির্বাহী কমিটির অন্যতম সদস্য। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে শামসুল হক , ,ভিপি জাহাঙ্গীর আলম সদস্য সচিব দাউদকান্দি উপজেলা বিএনপি,
এম এ সাত্তার সিনিয়র যুগ্ম আহবায়ক দাউদকান্দি উপজেলা বিএনপি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।