মোঃ খায়রুল ইসলাম হৃদয় গজারিয়া(মুন্সিগঞ্জ)প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে তিতাস গ্যাসের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুটি স্থানে অভিযান চালানো হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বালুয়াকান্দি ইউনিয়নে একটি এবং টেংগারচর ইউনিয়নের নতুন রাস্তায় একটি চুনা কারখানায় এ অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যেট ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিতাসের মেঘনা জোনের ম্যানেজার সুরজিৎ কুমার শাহ,গজারিয়া ফায়ার সার্ভিস ও গজারিয়া থানা পুলিশের একটি টিম এ সময় সহযোগিতা করে।
অভিযানে টেংগারচর ইউনিয়নের বড়ুইকান্দি ভাটেরচর এলাকায় নিউ ফুড ভিলেজ রেস্টুরেন্টে এন্ড সুইট মিটের মালিক উপস্থিত না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়া প্রোপাইটার আব্দুল বারেকের মালিকানাধীন একটি বেকারি ও মুদির দোকানে অবৈধ গ্যাস সংযোগ থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, অবৈধ গ্যাস সংযোগ এবং অনুমোদনবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।