মোঃ আসাদুজ্জামান সরদার, খুলনা প্রতিনিধি : দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ, খুলনায় নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক সাইফুল ইসলাম । ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।
কলেজ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ২০২৫, বুধবার বিএল কলেজের তৎকালীন অধ্যক্ষ অধ্যাপক হুমায়ূন কবির অবসর গ্রহণ করেন। তাঁর অবসরোত্তর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে সরকার কর্তৃক জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক সাইফুল ইসলামকে সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক সাইফুল ইসলাম এর আগে আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা-তে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তাঁকে পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা-তে ওএসডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
দক্ষ, অভিজ্ঞ ও সুনামের অধিকারী এই শিক্ষাবিদের যোগদানে কলেজে এক প্রানবন্ত পরিবেশের সৃষ্টি হয়। যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। কলেজ ক্যাম্পাসে ছিল আনন্দ ও উৎসবের আমেজ। সবাই আশা প্রকাশ করেন, অধ্যাপক সাইফুল ইসলামের নেতৃত্বে দক্ষিণবঙ্গের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির একাডেমিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁর নেতৃত্বে কলেজের সামগ্রিক অগ্রগতি ও আধুনিকায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।