
মোঃ আসাদুজ্জামান সরদার, খুলনা: দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী অধ্যাপকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার (২৪ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে শিক্ষক পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজ্জাক। এছাড়া শিক্ষক পরিষদের সম্পাদক জনাব রেজাউল করিম, সদ্য পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং রিপোর্টার্স ইউনিটের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, “এই পদোন্নতি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ব্রজলাল কলেজের শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অবদান। পদোন্নতির মাধ্যমে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে যায়।" শিক্ষার মান উন্নয়নে নবপদোন্নত শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন। তিনি নবপদোন্নত শিক্ষকদের শিক্ষার্থীদের আরও দক্ষ ও যুগোপযোগী শিক্ষা প্রদানে অনুপ্রাণিত করেন। ফুলেল শুভেচ্ছা ও সৌহার্দ্যমণ্ডিত পরিবেশে পুরো অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।