মোঃওবাইদুল হোক তালুকদার খুলনা
খুলনায় আনসার ভিডিপি ডোনার ক্লাব ও অগ্রযাত্রা যুব সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে গ্রুপিং নির্ণয়ের কর্মসূচীর আয়োজন করা হয়।
শনিবার (২১ ডিসেম্সবর) সন্ধ্যায় আনসার ভিডিপি ডোনার ক্লাব অগ্রযাত্রা যুব সংস্থার উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের সহযোগিতায় খুলনা নগরীর বিকে মেইন রোড পূর্ব বানিয়া খামার এলাকায় বিনা মূল্যে রক্তের প্রুপ নির্ণয় পরিক্ষা ও সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।
রক্তদান কর্মসূচীর সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের ডাক্তার মোহাম্মদ রওশন আলী।
এসময়ে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৭ নং ওয়ার্ড দলের নেতা শেখ আল আমিন, অগ্রযাত্রা যুব সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ তালুকদার ও ইমরান হাসান আবির, আবু বক্কার সিদ্দিকী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।