
নুরুল ইসলাম সুমন (চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি)
কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ইয়াংছা রোডের পানির ছড়া এলাকায় সংঘটিত রোড ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সেলিম (৩৫) নামের এক ডাকাত সদস্যকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) ফরিদ হোসেন, এসআই (নিঃ) আরকানুল ইসলাম, এসআই (নিঃ) তাপস দাশ, এএসআই (নিঃ) দেবু মজুমদার, এএসআই (নিঃ) রিমন কান্তি দাশসহ সঙ্গীয় ফোর্স সদস্যরা।
পরবর্তীতে ৩ নভেম্বর, আরেকটি পৃথক অভিযানে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেলস্টেশনের পাশে বন বিভাগের অফিসের পেছন থেকে ডাকাত দলের আরও দুই সদস্য মো. সাজ্জাত হোসেন (২৫) ও মো. আনছার (৩২)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজ্জাত হোসেন চলতি বছরের ১৮ সেপ্টেম্বর সংঘটিত খুনসহ ডাকাতি মামলার (চকরিয়া থানার মামলা নং-৩৩, ধারা ৩৯৬ দণ্ডবিধি ১৮৬০) স্বীকারোক্তিমূলক জবানবন্দিদাতা আসামি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ বলেন,
“গ্রেফতারকৃত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় সংঘটিত একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।