মোঃ আল আমিন জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কটি চারলেন করা ও প্রয়োজনীয় সংস্কারের দাবিতে ক্যান্টনমেন্ট থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছাত্র-জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একত্রিত হয়ে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করে।
২৭শে আগস্ট ২৫, বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এ মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী, দেবিদ্বার নিউমার্কেট অংশে বিশাল একটি মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধন থেকে বক্তৃতাকালে জামায়াতে ইসলামির মনোনীত আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদ বলেন, নিয়মিত সড়ক দুর্ঘটনায় এ রাস্তাটি একটি মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তায় চলাচল করতে হচ্ছে । বাসাতে তাদের পরিবার পরিজন আতঙ্কে থাকে কখন যেন তাদের প্রিয় মানুষটির দুর্ঘটনার খবর চলে আসে।
বিগত দুই বছরে এখানে প্রায় ৯০জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এমনিতেই খনা খন্দকে ভরা এ রাস্তা, তারপরে ও ফিটনেস বিহীনগাড়ি,লাইসেন্সবিহীন চালক,প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা না থাকা দুর্ঘটনার বড় একটি কারণ। এখানে সংস্কারের নামে যা করা হয়েছে তা আমাদের ট্যাক্স এর টাকা গুলো অপচয় করা ছাড়া কিছুই হয়নি।
রাস্তাটি চার লেনে করার জন্য ভূমি অধিকরণ ও রাস্তার দুপাশ থেকে গাছগুলো কাটা হয়েছিল। কিন্তু কোন অদৃশ্য ইশারায় এই কাজ বন্ধ রয়েছে তা আমরা জানতে চাই। কর্তৃপক্ষকে বলবো অবিলম্বে রাস্তাটির যথাযথ সংস্কার কাজ করা না হলে এর চেয়ে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।