মোঃ আল আমিন জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে কংশনগর বাজার সংলগ্ন মেথিরাফ জামে মসজিদের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সাদ্দাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
২৫শে আগস্ট সোমবার সকাল সাড়ে আটটা সময় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গঠনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে আসা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ক্ষুব্ধ জনতা বলেন, এটা বলে ন্যাশনাল হাইওয়ে!! বাস্তবে এটা হল মানুষ মারার যন্ত্র। এটাকে রাস্তা বলতে আমাদের লজ্জা লাগে। এই দুই বছরে প্রায় ৯০ জন মানুষ এ সড়কটিতে প্রাণ হারায় । কংশনগর বাজার এলাকার প্রতিদিনের জ্যাম এ অঞ্চলের মানুষের আতঙ্কে পরিণত হয়েছে।
জনমনে এখন একটাই প্রশ্ন আর কত প্রাণ শেষ হওয়ার পর এই রাস্তাটির সংস্কার কাজ শুরু করবে কর্তৃপক্ষ।