আল রোকন রিপোর্টার কুমিল্ল
কুমিল্লা মুরাদনগরে উপজেলায় মোবাইল কোর্টে ১,২৩,০০০/- (এক লক্ষ তেইশ হাজার) টাকা অর্থদণ্ড এবং আনুমানিক ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা মূল্যের নিষিদ্ধ চায়না কারেন্ট জাল এবং রিং জাল জব্দ করে তা পুড়িয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), এবং উপজেলা মৎস্য অফিসার, মুরাদনগর এবং আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক সাড়াশি অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ১২ টি মামলায় ১,২৩,০০০/- (এক লক্ষ তেইশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয় যা তাৎক্ষণিক আদায় করা হয়।
পাশাপাশি কোম্পানিগঞ্জ বাজারে আনুমানিক ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা মূল্যের *নিষিদ্ধ চায়না কারেন্ট জাল এবং রিং জাল জব্দ করে তা পুড়িয়ে দেয়া হয়।