মোঃ আল আমিন জেলা প্রতিনিধি কুমিল্লা
রাস্তা শুধু ইট-পাথরের নয়—এটা মানুষের জীবনরেখা। যে রাস্তায় গর্ত, সে পথে গতি থেমে যায়; আর যে রাস্তায় গতি থেমে যায়, সেখানে উন্নয়নও আটকে যায়।
এই বক্তব্যের মাধ্যমে কুমিল্লা-মিরপুর সড়কের দীর্ঘদিনের অবহেলা আর দুরবস্থার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে জোরালো বার্তা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোবারক হোসাইন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই সড়ক শুধু যান চলাচলের পথ নয়, এটা কৃষকের ফসলের পথ, শিক্ষার্থীর ভবিষ্যতের পথ, রোগীর জীবনের পথ, ব্যবসায়ীর স্বপ্নের পথ এবং প্রতিদিনকার হাজারো মানুষের ভরসা। উন্নয়ন, প্রগতি ও মানবিক সেবা নিশ্চিত করতে হলে এ সড়ককে উন্নত, নিরাপদ ও চার লেনে রূপান্তর করতেই হবে।
তিনি আরও বলেন, “দীর্ঘদিনের অবহেলার শিকার এই সড়ক এখনই সংস্কার ও আধুনিকায়নের দাবি রাখে। মানুষের জীবন মানের উন্নয়ন এবং চলাচলের নিরাপত্তার স্বার্থেই এই দাবি আজ সময়ের অনিবার্য প্রয়োজন।
এসময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা সরকারের কাছে কুমিল্লা-মিরপুর সড়কের দ্রুত সংস্কার এবং চার লেনে উন্নীত করার জোর দাবি জানান।
অনুষ্ঠান শেষে জনসাধারণের পক্ষ থেকে একটি স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কর্মসূচিও ঘোষণা করা হয়।