আল রোকন
রিপোর্টার কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দিতে আল আমিন (২৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে । বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের হাউশদি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের বারেক মিয়ার ছেলে। পেশায় ট্রাক চালক।
নিহত আল আমিনের ভাই আলম মিয়া বলেন, দুপুরে আমাদের বাড়ীর মসজিদের পুকুর পাড়ে পাশের বাড়ীর ডালিম একজন মাদক কারবারি মাদক বিক্রি বাধা দেয়ায় পথের মধ্যে একা পেয়ে ৪/৫ জন মিলে আমার ভাইকে মেরেছে চিৎকার শুনে দৌড়ে গিয়ে ভাইকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। এর কিছুক্ষণ পরে পুরো শরীর ঠান্ডা হয়ে অবস্থা আরো ভয়ানক কোন কথা বলতে পারতেছে না।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সুমি আক্তার বলেন, পাশের বাড়ীর ডালিমসহ কয়েকজন মিলে আমার সহজ সরল স্বামীকে মেরে ফেলেছে। আমার স্বামী কারো সাথে কখনো ঝগড়া বিবাদ করেনি। কি কারনে মারছে জানিনা। দুই মেয়ে এক ছেলে নিয়ে আমি এখন কি করবো, কি ভাবে চলবো বলে কান্নায় লুটিয়ে পড়েন।
দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনার পর আজ সন্ধ্যায় সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী সহকারী পরিদর্শক (এসআই) মো. রেজাউল বলেন, “প্রাথমিক সনাক্তে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি একটি হত্যাকাণ্ড। সুরতহাল রিপোর্ট তৈরী হচ্ছে, ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”