আল রোকন
রিপোর্টার কুমিল্লা
পেট্রোবাংলার সহায়তায় দেশের বিভিন্ন উপজেলার ন্যায় কুমিল্লার তিতাস উপজেলাতেও তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে চারটি পৃথক টিম একযোগে মাঠ পর্যায়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।
জানা যায়, পেট্রোবাংলার নির্দেশনায় দেশজুড়ে শহর থেকে শুরু করে মফস্বলের প্রত্যন্ত অঞ্চলের লক্ষ লক্ষ বর্গকিলোমিটার এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের এই কার্যক্রম চলছে।
এর অংশ হিসেবেই তিতাস উপজেলায় এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আগত কর্মকর্তাগন জানান,আশা করছি, অনুসন্ধানের মাধ্যমে নতুন সম্ভাবনাময় গ্যাস ও তেলক্ষেত্র আবিষ্কৃত হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।