আল রোকন কুমিল্লা জিলা কুমিল্লা জিলা প্রতিনিধি
কুমিল্লা তিতাসে পরকিয়ার জেরে বাড়ি থেকে ফোনে ডেকে এনে কুড়াল দিয়ে কুপিয়ে ৪ টুকরো করে আলাদা আলাদা চারটি ব্যাগে করে খালে ফেলে দিয়েছে স্বামী -স্ত্রী।
তিতাস উপজেলায় সাবুরদ্দি গ্রামের হানিফ ভূইয়ার ছেলে মোহাম্মদ নজরুল ইসলামকে মোবাইল ফোনে ডেকে এনে স্বামী ও স্ত্রী মিলে টিনের দুচালা ঘরের মেঝেতে মৃত্যু নিশ্চিত করে ঘর দুয়ে মুছে পরি পার্টি করে রখেন ৪ টুকরো করে পার্শ্ববর্তী খালে নিয়ে ফেলে দেন থানা পুলিশের সহযোগিতায় ডুবির দল এনে দুটি হাত উদ্ধার করা হয়।
নিহত নজরুলের বাবা বুধবার ৬ আগস্ট ছেলেকে না পেয়ে তিতাস থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরি সূত্র ধরে ওসি শহিদ বলেন নিহত নজরুলের মোবাইল ফোন পাওয়া যায় ক্যান্টনমেন্ট থানা এলাকায় ও আসামিরা মোবাইল সিম সুধু ১ বার ব্যবহার করে। তিতাস থানা পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হন মজিদপুরে গ্রামে ঘটনা ঘটেছে ১০ আগস্ট ভোররাতে পুলিশ অভিযান পরিচালনা করে আসামি স্মৃতি ও হোসেন মিয়া কে গ্রেফতার করতে সক্ষম হন। এলাকাবাসী তিতাস থানার ওসিকে এত দ্রুত হত্যাকান্ড উদঘাটন করায় ধন্যবাদ জানিয়েছেন আসামিদের মামলার প্রক্রিয়াধীন চলছে জেল হাজতে প্রেরণ করা হবে।