
মোঃ জয় সরকার স্টাফ রিপোর্টার
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বনের গাছ কেটে নেওয়ার সংবাদ সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গাছচোরদের পক্ষ নিয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো অভিযুক্তদের থানায় ‘জামাই আদরে’ রাখছেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, তারা বনের গাছ কেটে নেওয়ার ছবি তুলতে গেলে কিছু ব্যক্তিরা তাদের ওপর চড়াও হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনাস্থল থেকে গাছ চোরদের আটক করা হলেও, পরে দেখা যায় তাদের থানার রুমে বসিয়ে আপ্যায়ন করা হচ্ছে। এতে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
“বনের গাছ মানে জনগণের সম্পদ। জনগণের গাছ কেটে নেওয়া হবে, সাংবাদিকরা ছবি তুলবে না — এটা তো হতে পারে না। যারা গাছ কেটে সাবাড় করছে, তাদেরই আবার থানায় বসিয়ে আদর করা হচ্ছে — এটা অগ্রহণযোগ্য।”
সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল দাবি জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলাকারী ও গাছচোরদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। পাশাপাশি কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা নিয়েও তদন্ত দাবি করেছেন তারা।
এ বিষয়ে জানতে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি মন্তব্য দিতে রাজি হননি।