মোঃআজমির হাসান নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম দক্ষিণ
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও কর্ণফুলী উপজেলা শাখার নেতৃবৃন্দ কর্ণফুলী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২৭ জুলাই) দুপুরে কর্ণফুলী উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কর্ণফুলী উপজেলার শ্রমজীবী মানুষের সমস্যা, অধিকার ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশাবাদ ব্যক্ত করেন, ইউএনও নাসরিন আক্তারের মানবিক নেতৃত্বে কর্ণফুলীতে শ্রমিকবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন সম্ভব হবে।
এ সময় ইউএনও নাসরিন আক্তার বলেন, "শ্রমজীবী মানুষের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব।" তিনি শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দকে প্রশাসনের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন:বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোঃ সেলিম,
সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল,
মহিলা নেত্রী,
কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি মোঃ বাহার উদ্দিন বাহার,
সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের তছলিম,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজমির হাসান,
সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজান,
প্রচার সম্পাদক মোঃ সাইফুলসহ আরও অনেক নেতা-কর্মী।
নবনিযুক্ত ইউএনও নাসরিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।