
পত্নীতলা নওগাঁ প্রতিনিধি
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
র্যালি চলাকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। একই সঙ্গে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টার পর থেকে পত্নীতলা ও ধামাইরহাট উপজেলার জামায়াত সমর্থক নেতাকর্মীরা নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে সমাবেশে সকাল ১০টায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, উপজেলা জামায়াতের নেতা ডা. সামসুল আলম, জামায়াতের নেতা ডা. আবু ওবায়দা, পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মো. হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি মো. মারুফ আহম্মেদ, পত্নীতলা উপজেলার শাখার আমির মাওলানা মো আব্দুল মকিম, পত্নীতলা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হারুনুর রশিদ, নজিপুর পৌর জামায়াতের আমির মোফাচ্ছেল হোসেন, ঘোষনগর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা শিবির সভাপতি আখতার ফারুক প্রমুখ।
বক্তব্য শেষে সকাল সাড়ে ১০টার পরে মোটরসাইকেল র্যালিটি শুরু হয়। নজিপুর পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে ধামইরহাট উপজেলা সদর ও ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষে আগ্রাদ্বিগুন-পত্নীতলা উপজেলায় মধইল বাজার প্রদক্ষিণ করে আবার নজিপুর পাবলিক মাঠ ও নজিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে র্যালি শেষ হয়।