আসন উপজলা পরিষদ নির্বাচন-২০২৪। নির্বাচন কমিশনর ঘাষনা অনুযায়ী দ্বিতীয় ধাপ ম মাসর ২১ তারিখ অনুষ্ঠিত হব নওগাঁর পারশা উপজলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন অংশগ্রহনর জন্য ডজনরও বশী পুরষ ও নারী মহিলা ভাইস চয়ারম্যান প্রার্থী প্রচারনার ও পাস্টার টাঙ্গানার মাধ্যম নিজর প্রার্থীতার কথা জানিয় দিছন উপজলার জনগণক। তব নির্বাচনী জামানতর পরিমান ৭৫হাজার টাকা করায় প্রার্থীদর কউ কউ নড় চড় বসছন আবার অনক নির্বাচনী মাঠ নাও থাকত পরন বল ধারনা করা হছ। এবারর উপজলা নির্বাচন বিএনপি’র কান প্রার্থী না থাকায় প্রার্থীদর মধ্য প্রায় সবাই উপজলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনর সদস্য এবং অনক বয়স তরুণ। পুরা রমজানও তারা দিন রাত নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছন। ৬ ইউনিয়নর এ উপজলায় সর্বশষ তথ্য অনুযায়ী ভাটার সংখ্যা প্রায় ১ লক্ষ ৮ হাজার। এ উপজলায় বর্তমান ভাইস চয়ারম্যান হিসব দায়িত্ব পালন করছন উপজলা আওয়ামী লীগর সাবক দপ্তর সম্পাদক কাজীবুল ইসলাম। এবারও তিনি উপজলা ভাইস চয়ারম্যান পদ লড়বন বল জানিয়ছন। বর্তমান যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খাকন নির্বাচন অংশ গ্রহনর জন্য প্রচার প্রচারনা চালিয় যাছন জারসার। সাবক ছাত্র নতা তয়ব আলী নির্বাচন অংশগ্রহনর জন্য ভাটারদর দার দার প্রচারনা চালিয় যাছন করছন পাস্টারিং। ছাত্র জীবন থকই তিনি আওয়ামী রাজনীতির সাথ নিজক জড়িয় রখ বশ পরিচিতি লাভ করছন। উপজলা আদিবাসী পরিষদর সাবক সভাপতি ও উপজলা আওয়ামী লীগর সহসভাপতি মহদ্র পাহান ভাইস চয়ারম্যান পদর জন্য প্রচার প্রচারনায় মাঠ রয়ছন। বর্তমান আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক রামলাল সরদার ও সাবক সাংগঠনিক সম্পাদক খারশদ আলম আওয়ামী রাজনীতির সদস্য হওয়ায় মাঠ রয়ছন দু’জনই। এছাড়াও ব্যাপক প্রচারনা চালিয় যাছন যুবলীগর সাবক আহবায়ক মাহাম্মদ আলী, যুবলীগ নতা মহশীন আলী, ছাত্রলীগ নতা মাইমুল ইসলাম শাহ্, সত¿ প্রার্থী হিসাব অবসরপ্রাপ্ত সনা সদস্য মাজাম্মল হক ও সমাজসবক মাসুম বিল্লাহ্ এবং জামায়াত নতা সাগর আলী তার প্রচারনা চালিয় যাছন। অপরদিক মহিলা ভাইস চয়ারম্যান পদ বর্তমান ভাইস চয়ারম্যান মমতাজ বগম, উপজলা মহিলা লীগ সভাপতি নাসিমা বগম, সাধারন সম্পাদক অনামিকা সুইটি, যুব মহিলা লীগ সাধরন সম্পাদক নিলুফা ইয়াসমীন, মহিলা লীগ নত্রী শরিফা বগম ও ফাতমা খাতুন নিজনিজ প্রচারনা চালিয় যাছন। তব গণসংযাগর রাস্তায় নিজর পক্ষ জনমত গড়ত থম নই পুরুষ ও মহিলা ভাইস চয়ারম্যান প্রার্থীরা। সকাল সন্ধা ছুটছন ভাটারদর দ্বারদ্বার।