নওগাঁ জেলা প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন প্রতি হিংসার রাজনীতি করে না। ইসলামী আন্দোলন মানুষের কল্যাণে রাজনীতি করে। ইসলামী আন্দোলন ফ্যাসিবাদের সাথে ছিলনা। ইসলামী আন্দোলন এককভাবে সরকার গঠন করতে চায়না। দেশের সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন বন্দোবস্তোর জন্য কাজ করতে চায়। কিছু দল আছে তাদের নেতারা দূর্নীতি করে আবার কর্মীরা চাঁদাবাজী করেন। আমরা এগুলো চাইনা। যারা অতীতে দেশ শাসন করেছেন তাদের নতুন কিছু বলার নেই। কারন তাদের চরিত্র সংশোধন হয়নি। তারা যদি ভাল কিছু করতো তাহলে মানুষ জানতো তারা ক্ষমতায় গেলে ভাল কিছু করবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সবাই খারাপ ছিলনা। কোন ভাল মানুষ যেন হয়রানীর স্বীকার না হয় সেদিকে শতর্ক করেন। তিনি বৃহস্পতিবার নওগাঁর পোরশা কালিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পোরশা-সাপাহার-নিয়ামতপুর উপজেলা শাখা ইসলামী আন্দোলনের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন। গাজী আতাউর রহমান বলেন, ইসলামী শক্তি সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না। আমরা সকল ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। তিনি তার বক্তব্যে পিআর পদ্ধতীতে নির্বাচনের দাবি জানান। এসময় তিনি নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী আব্দুল হকের পক্ষে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল হক শাহ্ এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) ও মাগুরা জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(রাজশাহী) মুফতি শেখ নূরুননবী। সম্মেলনে অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন নওগাঁ জেলা সভাপতি আশরাফুল ইসলাম, পোরশা উপজেলা শাখার সভাপতি মাও: হুজ্জাতুল্লাহ শেখ, সহসভাপতি তৈয়ব শাহ্, সাধারন সম্পাদক মামুনুর রশিদ শাহ্, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সভাপতি তানজিদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।