মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, পৌর মেয়র মতিউর রহমান মুকুলসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা যায়, এ মেলায় স্থানীয় শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে পোশাক, খাদ্যপণ্য, ইলেকট্রনিকস, আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, “গাইবান্ধার উদ্যোক্তাদের পণ্যের বাজার সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এদিকে মেলা প্রাঙ্গণে বিভিন্ন বিনোদনমূলক আয়োজনও করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের জন্য থাকবে আলাদা বিনোদন ব্যবস্থা।
মেলা আগামী এক মাস পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে