মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর উপর নবনির্মিত মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের দু’ধারে ২০০-র অধিক উন্নত জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এ কার্যক্রমের আয়োজন করেন সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মায়েরদোয়া নার্সারির স্বত্বাধিকারী ও ইউনিয়ন জাসাস সভাপতি আব্দুর রহিম সরকার। তিনি নিজেই উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণ ও দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের মাঝে চারা বিতরণ করেন।
চারা রোপণের মধ্যে ছিল রেইনট্রি, নিম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ। পরিবেশ রক্ষায় জনস্বার্থে নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন বৃক্ষপ্রেমী ও মানবিক ব্যক্তিত্ব আব্দুর রহিম সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মো. মমিনুল ইসলাম মিঠু, কাওছার হাবিব আকাশ, জীবন ফিহাদ, মুকুল মিয়া, আলতাফ হোসেন ও আইনুল ইসলাম প্রমুখ।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আব্দুর রহিম সরকার বলেন,এই মহত কাজের বিনিময়ে আমি সবার দোয়া ও ভালোবাসা চাই। একইসাথে সামর্থবানদের মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানাই।