মোঃ আজমির হাসান আনোয়ারা
আনোয়ারা উপজেলার স্বাস্থ্যসেবায় মানোন্নয়ন ও আধুনিকীকরণের অঙ্গীকার নিয়ে আনোয়ারা হলি হেলথ ক্লিনিক সম্প্রতি পরিদর্শন করেছেন থানা স্বাস্থ্য কর্মকর্তা (THO) ডাঃ মাহাতাব উদ্দীন চৌধুরী।
ডাঃ মাহাতাব উদ্দীন চৌধুরী পরিদর্শনের সময় হাসপাতালের সকল গুরুত্বপূর্ণ বিভাগ যেমন—ল্যাবরেটরি (ল্যাব রুম), এক্সরে রুম, লেবার রুম, কালেকশন রুম, ইমার্জেন্সি সেবা, অপারেশন থিয়েটার ও ডাক্তার-নার্সদের কার্যক্রম নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন।
তিনি হাসপাতালের স্বাস্থ্যবিধি মেনে চলা, রোগী সেবার মান, জরুরি সাড়া প্রদানে সক্ষমতা এবং চিকিৎসক-নার্সদের আন্তরিকতা দেখে অত্যন্ত খুশি এবং সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তিনি ডাক্তার ও নার্সদের সঙ্গে সরাসরি কথা বলেও তাদের কাজের প্রতি সম্মান ও উৎসাহ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম জামিল উদ্দীন চৌধুরী, হাসপাতাল ম্যানেজার মোঃ আজমির হাসান, এবং ল্যাব টেকনোলজিস্ট মোঃ আমজাদ হোসেন। তারা হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের উন্নত সেবা নিশ্চিত করার জন্য আরও কাজ করার গুরুত্বারোপ করেন।
আনোয়ারা হলি হেলথ ক্লিনিক কর্তৃপক্ষ সকল রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে আশা প্রকাশ করেছেন।