শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা’র আনারস প্রতীকের পক্ষে ভোট না করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এমন বক্তব্য তুলে ধরে মঙ্গলবার সকাল ১০ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এবি এম কামরুজ্জামান সাকী।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গতকাল শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব স্বাক্ষরিত এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারনায় অংশ গ্রহণ করায় আমাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি কোন প্রার্থী বা প্রতীকের নির্বাচনের প্রচার প্রচারনায় অংশগ্রহণের বিষয় অস্বীকার করে বলেন, তার পক্ষে মিথ্যা- বানোয়াট অভিযোগ এনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ আমাকে দল থেকে কোন সতর্কবার্তা বা কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।
তিনি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকে অভিযুক্ত করে বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রকাশ্য দিবালোকে নৌকা প্রতীকের ভোট করলেও তাকে অব্যাহতি দেওয়া হয়নি।