মো: আরিফ হোসেন
রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে ৭নং কালিকাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মসূচি।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে সারাদিনব্যাপী।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার।
দিনের শুরু হয় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণের মধ্যে দিয়ে,
এরপর বিদ্যালয় ও সড়কের আশেপাশে ফাঁকা জায়গায় চলে বৃক্ষরোপণ কর্মসূচি ।
বৃক্ষরোপণ শেষে নিজের পিতৃভূমি কালিকাপুর মসজিদে জুমার নামাজ আদায় করেন কে এম খায়রুল বাশার।
এরপর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন জনাব খায়রুল বাশার ও উপস্থিত নেতাকর্মীরা। লিফলেট বিতরণ শেষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কে এম খায়রুল বাশার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংকট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাই আমাদের পথচলার প্রেরণা।
এবং এক সময়ের রক্তাক্ত জনপদ খ্যাত এই আত্রাই রানীনগর কে শান্তির জনপদ হিসাবে গড়ে তুলতে চাইলে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার কোন বিকল্প নেই,এছাড়াও নওগাঁ ৬ আসনে যেই প্রার্থীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হবে তিনি তার পক্ষেই কাজ করবেন।
এই সময় তিনি কর্মীদের উদ্দেশ্য বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শিক প্রেরণা এবং জনগণের সাথে তাঁর আত্মীয়তাসুলভ সম্পর্কই দলকে বর্তমান সময়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তাঁর বক্তব্যে তিনি দলীয় কর্মীদের মধ্যে জিয়ার আদর্শ বাস্তবায়নে আরও দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান এবং তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল হাকিম, সদস্য স ম সাজ্জাদ হোসেন তোতা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীবৃন্দ প্রমুখ।
সভায় স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।