নওগাঁর পোরশায় আঞ্চলিক সড়কে সিএনজির ধাক্কায় মনি কিসকু (৫৫) নামে এক আদিবাসী নারী নিহত হয়েছেন। আদিবাসী ওই নারী উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মঠবাড়ী গ্রামের জমিন কিসকুর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মনি কিসকু মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় এ দুর্ঘটনার স্বীকার হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । এসংবাদ পাঠানো পর্যন্ত লাশ হাসপাতালে ছিল।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী