
মোঃ আল আমিন
জেলা প্রতিনিধি কুমিল্লা।
দেবিদ্বার, ফতেহাবাদে, ফতেহাবাদ ষ্টার যুব সংঘ ক্লাবের আর্থিক অনুদানে অত্র গ্রামের একজন মুমূর্ষু রোগী নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে।
ফতেহাবাদ কুড়াল পাড়ার মরহুম শাহ আলমের মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। টাকার অভাবে পাচ্ছে না কোন ভালো চিকিৎসা। রোগের তীব্রতা বাড়তে থাকায় এলাকাবাসীর নিকট সাহায্যের আবেদন করিলে, এগিয়ে আসেন ফতেহাবাদ স্টার যুব সংঘ ক্লাব।
ক্লাবের সভাপতি ওমান প্রবাসী কাইয়ুম হাসান শান্ত, ক্লাবের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে এই আর্থিক অনুদানের বিষয়টি নিশ্চিত করেন। রোগীর স্বজনদেরকে আশ্বস্ত করেন যে, আপনারা চিকিৎসা শুরু করেন, ফতেহাবাদ স্টার যুব সংঘ ক্লাব আপনাদের পাশে থাকবে।
২১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় স্টার যুব সংঘ ক্লাবের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা বাবদ আর্থিক অনুদানের প্রাথমিকভাবে ২৩হাজার টাকা রোগীর ভাইয়ের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মন্ডলী সদস্য সাজেদুল ইসলাম খান , মোঃ হানিফ।
সাধারণ সম্পাদক কাউসার, কোষাধক্ষ্য আলামিন, আবুল হাশেম, আব্দুর রহিম, কোরাল পাড়া জামে মসজিদের খতিব আব্দুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উপদেষ্টা মন্ডলীর সদস্য সাজেদুল ইসলাম খান বলেন , টাকার অভাবে কোন অসহায় মানুষের চিকিৎসা বন্ধ থাকবে, এ হতে পারে না। সমাজের যেকোনো প্রতিবন্ধকতার পাশে থেকে একসঙ্গে কাজ করবে ফতেহাবাদ স্টার যুব সংঘ ক্লাব। যেখানে মানুষের অসহায়তা, সেখানে কাজ করবে ফতেহাবাদ স্টার যুব সংঘ ক্লাব। সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি উদার্ত আহ্বান জানিয়ে বলেন, আসুন সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়াই। তাদের বেঁচে থাকার একটি সুন্দর পরিবেশ গড়ে তুলে দেই।