1. towkir.skit@gmail.com : admin :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

অনুদানবিহীন ও অনুদান প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন এর দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২ Time View

মোঃরফিকুল ইসলাম

রবিবার (২৫ মে) অনুদানবিহীন ও অনুদান প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন এর দাবিতে হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ৭ম দিন পালিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মোছলেহ উদ্দীন, মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, মোঃ এনায়েতুর রহমান, মোঃ হাসনাইন, মোঃ আশরাফুল ইসলাম , মোঃ বায়েজিত আহম্মেদ, মোঃ রাশেদুজ্জামান, মোঃ তৌকির আহম্মেদ প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ।

উক্ত র্কমসূচিতে বক্তারা বলেন ১৯৭৮ সালে ৯ অডিন্যান্স ২ এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমূহ কে ১৯৮৪ সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজিষ্ট্রেশন দেওয়া হয়। বাংলাদেশ ও বিশ্বে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গে তাল মিলিয়ে NCTB কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় সকল শিক্ষা পাঠদান করে আসতেছে। দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীগণ উপবৃত্তি ও ফিডিং এর ব্যবস্থা ছিল। যা অজানা কারণে ২০২২ সাল থেকে বন্ধ। ১৯৯৪ইং সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও ১৮ হাজার প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের একই পরিপত্রে ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয় কিন্তু ধীরে ধীরে রেজিস্টার্ড প্রার্থমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পূর্বেও ন্যায় বেতন বঞ্চিত রয়েছে। যারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। এ সময় সংগঠনের সদস্য সচিব মোঃ রেজাউল হক বলেন, বৈষম্য বিরোধী গণঅভ্যূর্থানের সরকার এর পক্ষ হইতে মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ন সচিব গত ২৮ জানুয়ারি শাহবাগ মোড়ে এসে ঘোষণা দেন পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। কিন্তু দুঃখের বিষয় এই ঘোষণার তিন মাস পর গত ১৯ মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে মাত্র ১৫১৯ টি অনুদান প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও করনের জন্য মাঠ পর্যায়ে সরজমিন পরিদর্শনের জন্য এবং ছাত্র-ছাত্রীর উপবৃত্তির জন্য চিঠি ইস্যু করে, যা আমাদেরকে আরো বেশি হতাশায় ফেলে দিয়েছে কারণ প্রায় ৯ হাজার প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৫১৯ টি মাদ্রাসার বেতন এবং উপবৃত্তির আওতায় আসলে আরো চরম বৈষম্য তৈরি হবে। আমরা চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা চব্বিশ ঘন্টার মধ্যে শিক্ষক নেতৃবৃন্দদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি কমিটি গঠন করে এর যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন। আমরা অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব।এ সময় সংগঠনের পক্ষ থেকে ৬ (ছয়) দফা দাবি উপস্থাপন করা হয়। দাবীসমূহ:১) অনুদানবিহীন এবং অনুদানপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করন করার ঘোষণা দ্রুত বাস্তবায়ন চাই। ২) অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কে অনুদানপ্রাপ্ত ১৫১৯ টি স্বতন্ত্র ইবদতদায়ী মাদ্রাসা ন্যায় এমপিও ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। ৩) স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি সংক্রান্ত নীতিমালা ২০২৫ অনতিবিলম্বে গেজেট প্রকাশ করে বাস্তবায়নের দাবি জানাচ্ছে। ৪) অনুদান প্রাপ্ত ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির সঙ্গে অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসারছাত্র-ছাত্রীদের অনতিবিলম্বে উপবৃত্তি চালু করার দাবি জানাচ্ছে। ৫) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ১/১২/২০১৮ ইং এর মঞ্জরি স্থগিতাদেশ প্রত্যাহার করার দাবি জানাচ্ছে। ৬) সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবকাঠামো সরকারিভাবে সংস্কার,মেরামত,নির্মাণ জরুরী ভিত্তিতে করার দাবি জানাচ্ছে। এমতাবস্থায় উক্ত সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবো।আগামীকাল ২৬শে মে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদানরে র্কমসূচী ঘোষণা করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org